তোমার আখিঁ রঞ্জনের জন্য
আমার হাতে গড়া নিজ নিকেতনে,
বসে আছি তোমার পানে,
একলা নীরব মনে ।
কখন এসে তুমি দিবে দেখা
আমার হৃদয়ের দ্বারে,
সকল বাধাঁ উপেক্ষা করে,
আমার বাহু-দুটি ধরে ।
হৃদয়ের মাঝে ঢেউ খেলছে
বসন্তের পুষ্প ডালা,
তোমারে আনিব অবেলা,
গাঁথীতে বকুল মালা ।
স্বপন শেষে শয়নে গেলে সবে
পূণিমার গভীর নিশীতে তুমি,
হাসি ফুটিয়ে আনো জানি,
চুমিয়ে মোর বদনখানি ।
দেহখানা উঠেছে হর্ষে কাঁপিয়া
তোমার দু'বাহুর স্পর্শে শয়নে,
আবেগে টেনে আনমনে,
এনেছি হৃদয়ের বাতায়নে ।
তারিখ -২৪/০৩/২০০৭
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০